তুমি যা চাও
- মো জাহিদুল ইসলাম ০৯-০৫-২০২৪

আমি স্বর্গে যাবো —
চলো আমার সঙ্গে
শেষ গন্তব্য পর্যন্ত হাত ধরে রেখো

হঠাৎ মাঝপথে
তুমি চাইলেই হাত ছেড়েছুঁড়ে
চলে যেতে পারো

আমি যুদ্ধে যাবো —
চলো আমার সঙ্গে
মৃত্যু পর্যন্ত হাত ধরে রেখো

হঠাৎ মাঝপথে
তুমি চাইলেই হাত ছেড়েছুঁড়ে
চলে যেতে পারো

আমি গন্তব্যহীন আরব বেদুঈন
যতদূর যাবো —
ঠিক ততদূর নেবো তোমায়

কখনও মাঝপথে
চলে যাওয়ার খেয়াল এলে
চলে যেতে পারো নির্দ্বিধায়

যেকোনো ছলে
তোমার হৃদয়ে খোদাই করে
লিখে রেখো; আমাকে ঘৃণা করো

তবুও আমাকে তুমি
তোমার হৃদয়ে রেখো
ওখানে থাকলে আমার আয়ু কিছুটা বাড়তে পারে


৯ এপ্রিল, ২০২৪

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।